ইনসাইড বাংলাদেশ

ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/07/2019


Thumbnail

গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় মহিমা নামে দুই বছরের এক শিশুকে চুরি হয়ে যাওয়ার অভিডোগ উঠেছে। পুলিশ বলছে, পারিবারিক অভ্যন্তরীণ ঝামেলার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

গতকাল সোমবার সাভারে দিবাগত রাত আড়াইটার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুরে রানা ইসলামের নিজ বাড়ি থেকে তার শিশু সন্তান চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।

মহিমার বাবা রানা ইসলাম বলেছেন, রোববার রাতে তার স্ত্রী মামুনা আক্তার আড়াইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে মহিমাকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করে। এতে সবার ঘুম ভাঙলে তারা ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে আশপাশে অনেক খুঁজেও মহিমাকে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন বলেছেন, যে লোকেশন থেকে চুরির কথা বলা হচ্ছে আসলে সেখানে সেই সুযোগটা নেই। সম্ভবত পরিবারের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭