ওয়ার্ল্ড ইনসাইড

চাঁদে নেমেই ‘মূত্র বিসর্জন’ অলড্রিনের!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/07/2019


Thumbnail

চাঁদে নামতে গিয়ে প্রস্রাব! হাসি ঠাট্টা নয়। চাঁদে নামতে গিয়ে এমন কাণ্ডই করে বসেছিলেন বাজ অলড্রিন। ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো-১১ এ করে নিল আর্মস্ট্রং ও তিনি একসঙ্গে চাঁদে গেলেও প্রথম চন্দ্রপৃষ্ঠে পা রাখার সুযোগ তার হয়নি। অ্যাপোলো-১১ যখন চাঁদে অবতরণ করে তখন প্রথম মানুষ হিসেবে চাঁদে পা ফেলেছিলেন নিল আর্মস্ট্রং। কিন্তু একটি ব্যাপারে বাজ অল্ড্রিন হয়ে আছেন প্রথম। চাঁদে প্রথম মূত্র বিসর্জনকারী মানুষ তিনি। চন্দ্রযান থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময়ে প্রস্রাব করে ফেলেন অলড্রিন। অবশ্য সেটা চাঁদের মাটিতে নয়। তিনি করেছিলেন নভোচারীদের প্রস্রাব করার জন্য নির্দিষ্ট ব্যাগে।

চাঁদে প্রথম মূত্র বিসর্জনের কৃতিত্বই যে শুধু অলড্রিনের। তা কিন্তু নয়। চাঁদের মাটিতে মানুষের পায়ের ছাপের যে ছবি পাওয়া যায় তার কৃতিত্বও বাজ অলড্রিনের। সেই অভিযানে বেশির ভাগ ছবি আর্মস্ট্রং তুললেও বিখ্যাত পায়ের ছাপের ছবিটি অলড্রিনেরই তোলা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭