ইনসাইড হেলথ

ক্যান্সার সচেতনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/05/2017


Thumbnail

জটিল রোগ ক্যান্সার। এই রোগের ফলে অকালেই ঝড়ে পরে অনেক প্রাণ। বহুযুগের এই পরিচিত রোগ নিয়ে মানুষের মধ্যে আজও রয়েছে নানা প্রশ্ন, বিভ্রান্তি।  সে সব প্রশ্নের উত্তর জানবো বাংলা ইনসাইডারের এই ধারাবাহিক আয়োজনে। 

‘ঘরোয়া চেম্বারের’এই পর্বে জানবো ক্যান্সারের প্রাথমিক কিছু বিষয় নিয়ে।  পরামর্শ  দিচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী।

ক্যান্সার কী?
লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে আমাদের শরীর গঠিত।  এই কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির কারণে শরীরের টিস্যু নষ্ট হতে শুরু করে।  টিস্যুর এই ধ্বংসকেই ক্যান্সার বলা হয়। দেহের কোষের উপর ক্যান্সারের প্রভাবের কিছু বৈশিষ্ট্য আছে- কোষের আকার ও আয়তনে পরিবর্তন, অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক বৃদ্ধি, অ্যাডভান্সড অবস্থায় কিছু ক্ষেত্রে কোষের পুরাতন অবস্থান ত্যাগ।

দেশে ক্যান্সার বৃদ্ধির হার কেমন?
এক্ষেত্রে একটা ভুল ধারণা কাজ করছে।  ক্যান্সার আগেও ছিল কিন্তু সেটা ডায়াগনসিস হতো না। চিকিৎসাস্ত্রের উন্নয়নের ফলে সঠিকভাবে ক্যান্সার ডায়াগনসিস করা সম্ভব হচ্ছে।  এজন্য ক্যান্সার রোগীর সংখ্যা চোখে পড়ছে।

এই বৃদ্ধি পাওয়ার সংখ্যাকে একেবারেই নেতিবাচক বলা যাচ্ছে না।  ব্যক্তির ক্যান্সার আছে জানা গেলে সময় মত চিকিৎসার মাধ্যমে অন্তত রোগ নিরাময়ের সুযোগ পাওয়া যাচ্ছে।

আগে থেকে ক্যান্সার বোঝার লক্ষণ আছে কী?
ধরনের ভিন্নতার জন্য একেক ক্যন্সারের একেক লক্ষণ।  প্রাথমিক পর্যায়ে সাধারণ সমস্যা দিয়েই ক্যান্সারের আলামত শুরু হয়।  ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্যাথা, চাকার মত অনুভূত হওয়া আবার ফুসফুসের ক্যান্সারে কাশি হওয়ার মত সমস্যা দেখা দেয়।  সময়মত লক্ষণগুলোর চিকিৎসা না করালে ক্যান্সার অ্যাডভান্সড স্টেজে চলে যায়।  সেক্ষেত্রে লক্ষণগুলো স্পষ্ট হয়ে থাকে।  

ক্যান্সারের কারণ কী?
ঠিক কোন কারণে ক্যান্সার হয় তা এখনো জানা যায়নি।  শরীরের কোন কোষে কখন কোন পরিবর্তন হবে তা নিশ্চিত করে বলাটা সম্ভব নয়।  এ বিষয়ে এখনো গবেষণা চলছে।  তবে কিছু বিষয় আছে যা ক্যান্সারের জটিলতা ও সম্ভাবনা বাড়িয়ে দেয়।  সে বিষয়গুলোর মধ্যে বয়স, পারিবারিক ইতিহাস, জীবন যাপনের ধরণ, পরিবেশ উল্লেখযোগ্য। 

ক্যান্সারের ভয়াবহতা কেমন?
প্রাথমিক পর্যায়ে ক্যানাসার সনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় করা সম্ভব। তবে চিকিৎসা করা না গেলে এর প্রভাব ভয়াবাহ রূপ ধারণ করতে পারে।

মৃত্যু ব্যতীত ক্যান্সারের দীর্ঘস্থায়ীত্বই এর সবচেয়ে ভয়াবহ প্রভাব। এই দীর্ঘস্থায়ীত্ব একদিকে যেমন কষ্ট দেয় তেমনি এর চিকিৎসার ব্যয়বহুলতাও মানুষকে ভোগায়।

ক্যান্সারের অন্যান্য প্রভাবের মাঝে রক্তক্ষরণ, অসহনীয় ব্যাথা, চুল পড়ে যাওয়া, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, শ্বাস কষ্ট ইত্যাদি সমস্যা রয়েছে। এক্ষেত্রে অবশ্য ক্যান্সারের ধরন নির্ভর করে।

ক্যান্সার সমস্যায় আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন 

বাংলা ইনসাইডার/এমএ  




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭