ওয়ার্ল্ড ইনসাইড

এ সপ্তাহের বিশ্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2019


Thumbnail

ইমরানের যুক্তরাষ্ট্র সফর

আগামী ২১ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২২ জুলাই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইমরান এমন সময়ে এই সফর করছেন যখন কিনা দুই দেশের মধ্যে কিছুটা অস্বস্তি বিরাজ করছে। তবে সবকিছু ছাপিয়ে এই সফরে ইমরানের থাকার বিষয়টি বেশি আলোচিত হচ্ছে। অর্থ বাঁচাতে ইমরান যুক্তরাষ্ট্রের কোনো বিলাসবহুল হোটেলে না উঠে এর পরিবর্তে রাষ্ট্রদূতের বাসভবনে থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্প রাষ্ট্রদূতের বাসভবনের বদলে হোয়াইট হাউসে থাকার আমন্ত্রণ জানান তাকে।

শিখ ধর্মগুরু নানকের ৫৫০ জন্মবর্ষপূর্তি

আগামী ২৫ জুলাই শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভারতের পাঞ্জাবে ১০০ দিন ব্যাপী নানা আয়োজন করেছে শিখদের শীর্ষ সংগঠন শিরোমানি গুরুদুয়ারা পারবান্ধক কমিটি। ২৫ জুলাই এই অনুষ্ঠান শুরু হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

লাইবেরিয়ার স্বাধীনতা দিবস

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার স্বাধীনতা দিবস ২৬ জুলাই। ১৮৪৭ সালে দেশটি যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা লাভ করে। আগামী ২৬ জুলাই তারা ১৭১ তম স্বাধীনতা দিবস পালন করবে।

মালদ্বীপের স্বাধীনতা দিবস

২৬ জুলাই মালদ্বীপেরও স্বাধীনতা দিবস। ১৯৬৫ সালে দেশটি যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়েছিল।

বাংলা ইনসাডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭