ইনসাইড গ্রাউন্ড

দেশ ছাড়ছেন মালিঙ্গা, কোচিং করাবেন অস্ট্রেলিয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/07/2019


Thumbnail

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেও বল হাতে দাপট দেখিয়েছেন মালিঙ্গা। বিশ্বকাপ শেষেই লংকান ক্রিকেট বোর্ড এই কিংবদন্তিকে বিদায় জানাতে আয়োজন করে হোম সিরিজের। তবে শ্রীলঙ্কার এক গণমাধ্যমের সূত্রমতে বাংলাদেশ সিরিজের পরেই দেশ ছাড়ছেন এই পেসার। অস্ট্রেলিয়া স্থায়ী হয়ে কোচিং করানোয় মনোযোগ দিবেন মালিঙ্গা।

দেশটির খ্যাতনামা দৈনিক দ্য আইল্যান্ড জানাচ্ছে, বাংলাদেশ সিরিজ শেষেই দেশ ছাড়বেন মালিঙ্গা। স্থায়ী হবেন অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ২২ সদস্যের দলে নাম আছে মালিঙ্গার। বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়াতেই আছেন। দেশে ফিরবেন ২২ জুলাই।

শ্রীলঙ্কান বোর্ডের বরাতে আইল্যান্ড জানাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়ায় কোচিং ক্যারিয়ার শুরু করার ইচ্ছে আছে মালিঙ্গার। এরইমধ্যে দেশটির স্থায়ী নাগরিকত্বও পেয়ে গেছেন ৩৫ বছর বয়সী পেসার। কথা বলেছেন প্রধান নির্বাচক অশান্থা ডে মেলের সঙ্গে। জানিয়েছেন, পুরো পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হওয়ার ইচ্ছার বিষয়টি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে শ্রীলঙ্কান ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো নতুন কিছু নয়। কয়েকজন ক্রিকেটার দেশটির ক্লাব, বিশ্ববিদ্যালয় ক্রিকেটের সঙ্গেও যুক্ত। শ্রীলঙ্কার বর্তমান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও অস্ট্রেলিয়ার নাগরিক।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭