ইনসাইড গ্রাউন্ড

কলম্বোতে ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2019


Thumbnail

বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছে বাজে বোলিং-ফিল্ডিং। বিশ্বকাপ শেষে সেই হতাশা কাটাতে শ্রীলঙ্কা গিয়ে প্রথম দিনে ফিল্ডিং অনুশীলনে ঘাম ঝরিয়েছে তামিমরা। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ।

এ মাঠেই আগামী ২৬ জুলাই প্রথম ওয়ানডে খেলতে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২৮ ও ৩১ জুলাই এই মাঠেই সিরিজের বাকি দুই ম্যাচ হবে। প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

এর আগে শনিবার (২০ জুলাই) ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের নেতৃত্বে প্রথম ধাপে সাত ক্রিকেটের ঢাকা ত্যাগ করেন। তামিম ছাড়াও এদিন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত ঢাকা ত্যাগ করেন। সন্ধ্যায় কলম্বো পৌঁছান তারা।

এদিন রাতে ভারত থেকে দলের সঙ্গে যোগ দেন তাসকিন রহমান ও তাইজুল ইসলাম। এছাড়া রোববার বিকেলে রুবেল হোসেন কলম্বো পৌঁছেছেন। আর স্কোয়াডে থাকা সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও ফরহাদ রেজা সোমবার (২২ জুলাই) দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭