ইনসাইড গ্রাউন্ড

আফগানিস্তানের বিপক্ষে হেরেই চলছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2019


Thumbnail

ঘরের মাঠে হেরেই চলছে বাংলাদেশ ‘এ’ দল। নামে ‘এ’ হলেও জাতীয় দলের খেলোয়াড়ে ভরা এই দলটাই নাকানি-চুবানি খাচ্ছে আফগানিস্তানের দ্বিতীয় সারির ক্রিকেটারদের কাছে। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টাও হেরেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ১০ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচেও চার উইকেটে হেরেছে তাঁরা। সিরিজ বাঁচাতে বাকি তিন ম্যাচে তাই জয়ের বিকল্প নেই ইমরুলদের। তৃতীয় ম্যাচটি হারলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে তাঁদের।

মোহাম্মদ মিঠুনের ৮৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রান তোলে বাংলাদেশ `এ` দল। জবাবে ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে পাঁচ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। চার দিনের ম্যাচের সিরিজের মতো একদিনের ম্যাচেও আফগান শাসনে তটস্ত বাংলাদেশ `এ` দল।

রবিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলকে দ্বিতীয় জয় এনে দেয়ার ম্যাচে ১৪৯ বলে সাতটি চার এবং সাতটি ছক্কায় ১২৭ রান করেন জাদরান। এ ছাড়া শারাফউদ্দিন আশরাফ ৩৬*, উসমান গনি ২৬ রান করেন।

বাংলাদেশের হয়ে দুই উইকেট পায় শফিউল ইসলাম। এক উইকেট করে পায় সাব্বির, রাহী এবং আবু হায়দার। এছাড়া বল হাতে রানের বৃষ্টি ঝরিয়েছেন সদ্য দলে ডাক পাওয়া ফরহাদ রেজা। ডেথ ওভারে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রনহীন বোলিংয়ে ম্যাচ জিতে নেয় আফগানরা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জয় তুলে সিরিজ জয়ের অপেক্ষায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ `এ` দলঃ ২৭৮/৯ (৫০ ওভার)

(মিঠুন ৮৫, নাঈম ৪৯, ইমরুল ৪০; জানাত ৩/৪৩)

আফগানিস্তান `এ` দলঃ ২৮১/৬ (৪৯.১ ওভার)

(ইব্রাহিম ১২৭, আশরাফ ৩৬; শফিউল ২/৫৯)

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭