ইনসাইড গ্রাউন্ড

‘সাকিবের বিকল্প হিসেবে আসিনি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2019


Thumbnail

বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে শ্রীলঙ্কায়। বাংলাদেশ থেকে যাওয়া সাত খেলোয়াড়ের সাথে আজ ভারত থেকে যাওয়া তাইজুল-তাসকিনরাও যোগদান করেছে। সাকিবের অভাব মেটাতে বোলিং ইউনিটে ডাক পেলেও তাইজুল মনে করছেন সাকিবের বিকল্প নন তিনি।  

রোববার কলম্বোয় প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমে তাইজুল বলেন, ‘আমাদের দল এখন অনেক ভালো জায়গায় আছে। শ্রীলঙ্কার চেয়ে আমাদের দল খারাপ, এমনটা আপনি বলতে পারবেন না। এখানে আসলে যারা ভালো খেলবে, তাদের পক্ষেই ফলাফলটা যাবে। তাই আমরা চেষ্টা করবো ভালো কিছু করার।’

বাংলাদেশের ভালো কিছু করার বড় একটা দায়িত্ব থাকবে খোদ তাইজুলেরই কাঁধে। কারণ ১৪ সদস্যের স্কোয়াডে তিনিই একমাত্র বাঁহাতি স্পিনার। যাকে পূরণ করতে হবে বোলার সাকিবের জায়গাটা। ভারতের কর্নাটোকে বেশ ভালো বোলিং করে আসা তাইজুল নিজেকে সাকিবের পরিবর্তিত খেলোয়াড় মানতে রাজি নন।

তবে সুযোগ পেলে সাকিবের জায়গায় ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন বাঁহাতি এ স্পিনার। তিনি বলেন, ‘আসলে এটার (সাকিবের পরিবর্তে আসা) সঙ্গে আমি একমত নই। সাকিব ভাইয়ের পরিবর্তে আমি আসি না। আপনি ওইভাবে দেখলে বুঝবেন। সাকিব ভাই দুই জায়গায়ই (ব্যাটিং-বোলিং) পারফর্ম করেন। উনি বিশ্বসেরা র‌্যাংকিংয়ে রয়েছেন। আমি চেষ্টা করবো, যদি ম্যাচ খেলি আল্লাহর রহমতে উনার জায়গায় ভালো কিছু করার।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭