ওয়ার্ল্ড ইনসাইড

আইএইএ প্রধান আমানো মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2019


Thumbnail

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান জাপানি কূটনীতিক ইউকিয়া আমানো মারা গেছেন। আজ সোমবার এক বিবৃতিতে আইএইএ এ খবর জানিয়েছে। মৃত্যুকালে আমানোর বয়স হয়েছিল ৭২ বছর।

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন আমানো। তিনি আগাম অবসরের ঘোষণা দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছিল। কিন্তু তার আগেই জীবনাবসান হলো তার।

২০০৯ সালে আইএইএ-র মহাপরিচালকের দায়িত্ব নিয়েছিলেন আমানো। ইরান ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী নিয়ে ব্যাপক কূটনীতিক তৎপরতার পুরো সময়টিতে তিনি আইএইএ’র প্রধান ছিলেন।  তার মৃত্যুতে ভিয়েনায় অবস্থিত আইএইএ’র সদরদপ্তরের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭