ইনসাইড গ্রাউন্ড

দেখা হল অনেক দিন পরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2019


Thumbnail

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হচ্ছে ২৬ তারিখ থেকে। সিরিজ শুরুর আগেই কোচ সমস্যায় ভুগছে দুই দল। একদিকে বাংলাদেশ খেলছে অন্তর্বতি কোচের অধীনে, অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে, হাথুরুসিংহসহ গোটা কোচিং স্টাফের শেষ সিরিজ এটা। অর্থাৎ, চাকরি শেষ জেনেই বাংলাদেশ সিরিজে কোচ হিসেবে দায়িত্বে আছেন হাথুরু।

২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের কোচের পদ থেকে আকস্মিক পদত্যাগ করেন হাথুরু। দলকে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ে গিয়ে, সেখান থেকে আর ফেরেননি। শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে কাজ শুরু করেন ২০১৮ সালের জানুয়ারিতে। তাঁর শুরুটাও হয় দুর্দান্ত। বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে তিন সংস্করণের সিরিজেই হারায় শ্রীলঙ্কা। তবে এরপর থেকেই খেই হারায় লঙ্কানরা।

এবার বিশ্বকাপেও ভালো করতে পারেনি দিমুথ করুণারত্নের দল। টেবিলের ছয়ে থেকেই বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। হাথুরু তোপের মুখে ছিলেন বিশ্বকাপের আগে থেকেই। গত মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ চলাকালে হাথুরুসিংহেকে হুট করেই দেশে ডেকে পাঠিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড।

আর হাথুরু থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট পার করছিল সুসময়। যদিও হাথুরুর সাথে একাধিক ক্রিকেটারের মনমালিন্যের কথা শোনা যায়, তবে পেশাগত দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নয়ন ঘটেছে এই শ্রীলঙ্কান কোচের অধীনে।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ সেই পুরনো কোচের সাথে দেখা হল সাবেক শিষ্য তামিম এবং বিসিবি পরিচালক সুজনের সাথে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথনের একটি ছবি ঘুরছে বিকেল থেকে। তবে কি ফিরছেন নিজের পুরনো কর্মস্থলে? সাকিব-তামিমের অভিভাবক হয়ে?

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭