ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ শেষে কাল প্রথম মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2019


Thumbnail

মঙ্গলবার এবারের শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো ব্যাট-বল হাতে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। মূল সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের দল।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হতে যাওয়া সে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ইংল্যান্ড বিশ্বকাপের হতাশা ভুলতে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

তামিমের অধিনায়কত্বে প্রথম কাল মাঠে নামছে বাংলাদেশ। ২০০৭ সালে অভিষেকের পর আন্তর্জাতিক পর্যায়ে কেবল একটি টেস্টেই টাইগারদের দলপতি ছিলেন তামিম। ২০১৭ সালে মুশফিকুর রহিম চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে এই দায়িত্ব পালন করতে হয়েছিল তাকে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭