ইনসাইড ইকোনমি

পুঁজিবাজারে শীর্ষ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2019


Thumbnail

টানা কয়েকদিনের পতন শেষে সূচকে বড় ধরণের উল্লম্ফনের পর স্থিতিশীল রয়েছে দেশের পুঁজিবাজার। গতকাল বুধবার দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন আগের চেয়ে বেড়েছে। শেয়ারের মূল্যসূচকও ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে।

দিনের লেনদেন শেষে বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ৩১৭ কোটি ০৬ লাখ টাকা। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছে ৫ হাজার ৭৭ দশমিক ২৯ পয়েন্টে। কমেছে অর্ধেক পয়েন্ট।

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসইতে) লেনদেন আগের দিনের চেয়ে চার কোটির টাকার বেশি বেড়ে ১৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬ দশমিক ৬ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দর বাড়ার শীর্ষে ছিল আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। এই দিন ওই ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ।

ডিএসই’র তথ্য অনুযায়ী, ইউনিটটি সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৩৩২ বারে ১৮ লাখ ৮ হাজার ৬৬৮টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা।

দর বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। গতকাল তাদের ইউনিটের দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯ টাকা ৭৮ শতাংশ। ইউনিটটি সর্বশেষ ৪০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১৭২ বারে ১ লাখ ৭ হাজার ৫২৫টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৩ লাখ ২৮ হাজার টাকা। 

তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল সরিআহ ফান্ড। এই দিন ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ। ফান্ডটির সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ২০ বারে ৫০ হাজার ৯৫৩টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা।

এছাড়া ডিএসই’তে দর বৃদ্ধির তালিকায় দশের মধ্যে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফোনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭