ইনসাইড হেলথ

নবজাতকের নাভির যত্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/05/2017


Thumbnail

নবজাতকের ক্ষেত্রে নাভির যত্ন একটি গুরুত্বপুর্ণ বিষয়। জন্মের সাধারণত তিন সপ্তাহের মধ্যে শিশুর নাভি শুকিয়ে পরে যায়। তবে অনেক সময় নাভিতে দেখা দেয় ইনফেকশন। এসময় থাকে নানা জনের নানান মত। কেউ পরামর্শ দিচ্ছেন ঘরোয়া উপায়ের আবার কেউ বা বলছেন আধুনিক চিকিৎসার কথা। হাজারো মতের ভিড়ে সঠিক নিয়ম মেনে নাভির যত্ন নিতে হবে।

‘ঘরোয়া চেম্বার’এর এই পর্বে আলোচ্য বিষয় নবজাতকের নাভির যত্ন। পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর হোসেন।

কীভাবে বোঝা যাবে নাভির ইনফেকশন?
কাঁচা নাভির ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। এই জটিলতাগুলো দেখলে বুঝতে হবে যে নাভিতে ইনফেকশন হয়েছে। এজন্য যে বিষয়গুলো খেয়াল করতে হবে-

- নাভিতে দুর্গন্ধযুক্ত হওয়া

- পুঁজের মতো তরল বের হওয়া

- নাভি ফুলে যাওয়া

- জ্বর আসা

নবজাতকের নাভিতে এর কোন একটি লক্ষণ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। সে অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হবে।

ইনফেকশনে কী কী জটিলতা দেখা দিতে পারে?
ইনফেকশন জটিল রূপ ধারণ করলে কিছু লক্ষণ দেখা যায়। যেমন-

- নিস্তেজ হয়ে পরা

- বুকের দুধ খেতে কষ্ট হলে

- ভালভাবে তাকাতে না পারলে

- শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হলে

এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে নবজাতকের নাভি গুরুতর ইনফেকশন হয়েছে। এ সময় শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে।

নাভির যত্নে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে?
নাভি যেন দ্রুত শুকায় এজন্য অনেকেই নাভিতে তেল বা পাতার রস দিয়ে থাকেন। অথচ এই সব ঘরোয়া টোটকা নাভির ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। শিশুর নাভি প্রাকৃতিকভাবেই শুকিয়ে যায়। এজন্য আলাদা করে কিছু করতে নেই। শুধু কিছু নিয়ম মেনে নাভির যত্ন নিলেই যথেষ্ট-

- নাভি পড়ে যাওয়ার আগ পর্যন্ত শিশুকে পানি দিয়ে গোসল করানো যাবে না। পাতলা কাপড় বা স্পঞ্জ দিয়ে গা মুছিয়ে দিতে হবে।

- ডায়পার পরানোর সময় নাভিতে যেন ব্যাথা না লাগে তা খেয়াল রাখতে হবে।

- নাভি যথাসম্ভব পরিষ্কার ও শুকনো রাখতে হবে।

- কাপড়ে টাইট করে ঢেকে না রেখে বাতাসে উন্মুক্ত রাখতে হবে।

- নাভি জীবাণুমুক্ত রাখতে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিসেপ্টিক ব্যবহার করুন।

শিশুর যেকোনো সমস্যায় আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন

বাংলা ইনসাইডার/এমএ/টিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭