ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ অটোকারস, পতনে প্রগ্রেস লাইফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/07/2019


Thumbnail

সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। গতকাল রোববার ঢাকার বাজারে ৪০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৬২ কোটি টাকা কম।

অন্যদিকে চট্টগ্রামে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৮৪ লাখ টাকা। লেনলেন কমলেও দুই বাজারেই মূল্যসূচক আগের কার্যদিবস বৃহস্পতিবারের জায়গায়ই রয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৯ টাকা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২০৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৯২২ বারে লাখ ৮৯ হাজার ৭৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকা।

দর বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। রোববার তাদের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ৯ টাকা ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭০ বারে ১ লাখ ২০ হাজার ৫৫৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫১ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ। শেয়ার সর্বশেষ ১৫৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৬১ বারে ৬ লাখ ৯০ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার টাকা।

অন্যদিকে, দর পতনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৬৬ শতাংশ বা ২৩ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৭৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৭৯ বারে ৬৮ হাজার ১৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ লাখ ৯০ হাজার টাকা।

দুর পতনে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯২ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৫৮৬ বারে ১২ লাখ ১৩ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ ৪ হাজার টাকা।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড দর পতনের দিক থেকে  তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯১ শতাংশ বা ৪ টাকা ৪০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৭৭ বারে ৭৩ হাজার ৫৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ ৯৯ হাজার টাকা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭