ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে মুন্নু জুট স্টাফলারস, পতনে এশিয়ান টাইগার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2019


Thumbnail

সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দেশের পুঁজিবাজারে। গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৫ দশমিক ০২ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৭৬ দশমিক ৩২ পয়েন্টে।

গতকাল ডিএসই’তে ৪২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক সোমবারের চেয়ে ৮ কোটি ৮ লাখ টাকা কম। অন্যদিকে সিএসইতে মঙ্গলবার ২০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৪ লাখ টাকা কম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু জুট স্টাফলারস লিমিটেড। এই দিন তাদের শেয়ারের দর বেড়েছে ৬৩ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ।

মুন্নু জুটের শেয়ার মঙ্গলবার ৯১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। তারা গতকাল ১ হাজার ৩১০ বারে ৪৮ হাজার ৬৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে স্টাইল ক্রাফটস লিমিটেড। গতকাল এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪২ টাকা ৬০ পয়সা বা ৯ টাকা ১০ শতাংশ। সর্বশেষ তারা ৬১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন করে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩২১ বারে ৮৮ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

দরবৃদ্ধিতে তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৭৩ শতাংশ। শেয়ার সর্বশেষ ৩০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৫৪০ বারে ১৩ লাখ ৬০ হাজার ১২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১১ লাখ ৫১ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্সুরেন্স, মুন্নু সিরামিকস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইটি কনসালটেন্টস লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটারস, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার দরপতনের তালিকার শীর্ষে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৫৩ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। তারা সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন করে। এদিন ফান্ডটি ১ হাজার ৭৯৬ বারে ৫১ লাখ ৮৫ হাজার ৭২টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকা।

দরপতনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডি মিউচুয়াল ফান্ড-১। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১২৮ বারে ২ লাখ ৩০ হাজার ৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ ৯২ হাজার টাকা।

দর পতনের দিক থেকে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ভ্যানগার্ড এএমএল বিডি মিউচুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল আইবিবিএল সরীআহ ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএসএল এলইসি মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭