ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিকস, পতনে সান লাইফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2019


Thumbnail

নতুন মুদ্রানীতি ঘোষণার দিন মূল্যসূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৯ পয়েন্ট।

বুধবার বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের পুরো মেয়াদের জন্য সতর্ক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে পুঁজিবাজার নিয়ে নতুন মুদ্রানীতিতে কিছুই বলা হয়নি। এ কারণে এই মুদ্রানীতি পুঁজিবাজারে তেমন কোন প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিকস লিমিটেড। এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।

দর বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ টাকা ৭২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, বিডি অটোকারস লিমিটেড ও মুন্নু জুট স্টাফলারস লিমিটেড।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করেছে সান লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পনির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৮১ শতাংশ বা ৬ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫২৬ বারে ৩ লাখ ৬৭ হাজার ৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৩ লাখ ৬ হাজার টাকা।

দর পতনে দ্বিতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৭৭ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১০৭ বারে ২ লাখ ৫০ হাজার ৯১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৯৪ হাজার টাকা।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দর পতনে তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪২৯ বারে ১৭ লাখ ৩২ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৯ লাখ ৭৮ হাজার টাকা।

দর পতনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, এসইএমএল আইবিবিএল সরীআহ ফান্ড, আইএফআইসে ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এলইসি মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭