ওয়ার্ল্ড ইনসাইড

ইয়েমেনে কলেরায় ৫০০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/05/2017


Thumbnail

যুদ্ধবিদ্ধস্ত ইয়েমেনে  আবার নতুন করে দেখা দিয়েছে কলেরার ব্যাপক প্রকোপ। গত ৭ মাসে কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৫০০ জন মানুষ। এই সময়ে  ৫৩ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে । এর মধ্যে অধিকাংশই শিশু । জাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা মঙ্গলবার এই তথ্যটি প্রকাশ করেছে।

জাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা জানিয়েছে, গত দুই দিনে নতুন করে ১৪ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে । ইয়েমেনের রাজধানী সানাতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ কারণে রাজধানীতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইয়েমেন সরকার বলেছে যে, বছর শেষে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াতে পারে।

জাতিসংঘ জানিয়েছে, গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনের দুই-তৃতীয়াংশ মানুষ নিরাপদ খাবার পানি পাচ্ছে না । ইয়েমেনে বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে চালু আছে ৪৫ শতাংশেরও কম।

 

বাংলা ইনসাইডার/এসএম /জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭