ইনসাইড ইকোনমি

দর বৃদ্ধিতে শীর্ষে আল-হাজ্জ টেক্সটাইলস, পতনে এসইএমএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2019


Thumbnail

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আল-হাজ্জ টেক্সটাইলস লিমিটেড। অন্যদিকে দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

আল-হাজ্জ টেক্সটাইলস লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। গতকাল ৪৭৮ বারে তাদের ২ লাখ ৫৭ হাজার ৫৪০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। গতকাল তাদের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ টাকা ৮৮ শতাংশ। ১ হাজার ৫৪৮ বারে ৩১ লাখ ৯১ হাজার ৮৬টি শেয়ার লেনদেন করেছে তারা। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা।

দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। তাদের শেয়ারের দর বেড়েছে ৩ টাকা বা ৯ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৪১ বারে ১৮ লাখ ১২ হাজার ৮৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১০ লাখ ৪৩ হাজার টাকা।

রোববার দর বৃদ্ধির দিক থেকে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্টাইল ক্রাফট, সায়হাম টেক্সটাইলস, মুন্নু জুট স্টাফলারস লিমিটেড, গ্লাক্সো স্মিথ ক্লাইন, কাট্টালি টেক্সটাইলস, জাহিন স্পিনিং লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। রোববার তারা ৬৮৫ বারে ২০ লাখ ৩৬ হাজার ৩৪৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ ৬৭ হাজার টাকা। 

দর পতনে দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা কমেছে। এদিন কোম্পানিটি ৩১৫ বারে ৯০ হাজার ৮৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ ২৫ হাজার টাকা।

এসইএমএল আইবিবিএল সরীআহ ফান্ড তালিকায় দর পতনের দিক থেকে তিন নম্বরে অবস্থান করছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৮ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৬৩ বারে ১২ লাখ ৭৭ হাজার ৫৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা।

এছাড়া দর পতনের দিক থেকে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড।

রোববার সারাদিনের লেনদেন শেষে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বাড়লেও কমেছে চট্টগ্রামে। গতকাল প্রধান বাজার ঢাকায় ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্প‌তিবার এই বাজারে ৪৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রামে রোববার ১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ১৬ কোটি ৭৬ লাখ টাকা। 

রোববার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৫ পয়েন্ট।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

সিএসইতে গতকাল লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১১২টির। আর অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭