ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল, পতনে এসইএমএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2019


Thumbnail

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধিতে শীর্ষে অবস্থান করছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৪১ শতাংশ বা ৬০ পয়সা। অন্যদিকে দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৪ শতাংশ বা ৫ টাকা ৩০ পয়সা কমেছে।

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ০৯ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ১৮৭ দশমিক ২০ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০ দশমিক ৯২ পয়েন্ট।

বুধবার ঢাকায় ৪৪৯ কোটি ০৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৫৬৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে গতকাল ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২৫ কোটি ২৮ লাখ টাকা।

দরবৃদ্ধিতে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। গতকাল তাদের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ২৯ শতাংশ বা ২৮ টাকা। শেয়ারটি সর্বশেষ ৫১১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫ হাজার ৫৯ বারে ৫ লাখ ৮ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকা।

রূপালী ব্যাংক লিমিটেড দরবৃদ্ধিতে তৃতীয় স্থানে রয়েছে । বুধবার কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ২৯ শতাংশ বা ২ টাকা। শেয়ার সর্বশেষ ৩৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৬২ বারে ১ লাখ ৫৬ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ লাখ ৭৬ হাজার টাকা।

দরবৃদ্ধিতে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, ঢাকা ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, এসিআই লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহ্জালাল ইসলামি ব্যাংক লিমিটেড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭