সোশ্যাল থট

রাব্বানীর উত্তর, নুরুকে তুই না ডাকলে ভালো হয়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2019


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ভিপি হওয়ার পর থেকে কয়েকবার আক্রমণের শিকার হয়েছেন। আর বরাবরই তিনি ছাত্রলীগকে তার জন্য দায়ী করেছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করেন, যেখানে উত্তর দিয়েছেন ডাকসু’র জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ভিপি নুরুল হক নুর লিখেন, ‘হামলা-মামলা, মৃত্যুর ভয় নুর করে না। এসব হুমকি দিয়ে লাভ নেই। যে কয়দিন বাঁচবো বীরের মতো মাথা উঁচু করেই চলবো। কারো ভয় পিছু হঠা ছেলে নুর নয়। প্রয়োজনে সামনে থেকে রক্ত ঝরাবো তবে শেষ দেখে ছাড়বো। ভয় করলে সেই ১৮ সালের ৩০ শে জুনই থেমে যেতাম। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মানুষের অধিকার আদায়ে প্রতিবাদ-প্রতিরোধ, সংগ্রাম চলবে এবং সেটা এ দেশে থেকেই। পরিশেষে বলবো,‘যত বার হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস।`

এর প্রতিউত্তরে কমেন্টস বক্সে রাব্বানী কমেন্টে লেখেন, ‘আমার ভিপিকে আবার কে হুমকি দিলো! কার এত সাহস? ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দে, আবার তালা লাগা।’

এরপর শুরু হয় মন্তব্যে উভয়ের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডা। জাকির খান নামে এক ব্যক্তি গোলাম রাব্বানীকে উল্লেখ করে লিখেন,‘ভিপি কে তো তার সম্মানটাই দিয়ে কমেন্টটা করতে পারলেন না, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দে, একজন ভিপিকে তুই সম্বোধন করা কি একজন ছাত্রলীগের মানায়?

এর জবাবে গোলাম রাব্বানী জাকির খানকে উল্লেখ করে লিখেন, ‘ও আমার কর্মীরও কর্মী। ৭ বছরের ছোট, তো ছোটভাইকে ভালোবেসে তুই না ডেকে আপনি ডাকলে ভালো হয়?’

তবে গোলাম রাব্বানীর এ কথার প্রতিবাদ জানাতে দেখা যায় অনেককে। অনেকে লেখেন, নুর ভাই আপনার সাত বছরের ছোট হতে পারে কিন্তু তিনি ভিপি আর আপনি তার জিএস। তানভীর আহমেদ নামের একজন গোলাম রাব্বানীকে উল্লেখ করে লেখেন, ‘নুর ভাই আপনার ছোট হতে পারে কিন্তু আপনার চেয়ে ওপরের পদে আছে। আপনার উচিত নুর ভাইকে যথাযথ সম্মান দেওয়া। ডাকসু’র constitution এ আছে- “The vice president shall be the chief executive officer of the union”।

নুরের এই স্ট্যাটাস ও রাব্বানীর কমেন্টসে দেখা গেছে অনুসারীদের ঠাণ্ডা বাকযুদ্ধ। তবে কারোরই উত্তর দেননি নুর।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭