ওয়ার্ল্ড ইনসাইড

রাজপুত্র ও যোদ্ধা: বিরাট কোহলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/06/2017


Thumbnail

আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছু মানুষের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব থাকে। যোগাযোগ থেকে শুরু করে খাবারের মেন্যু সব কিছুতেই থাকে তাঁদের প্রভাব। ভারতের এমনই প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ২০০৩ সাল থেকে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে ইন্ডিয়া টুডে। চলতি বছরের তালিকায় দেশটির ৫০ জন ক্ষমতাশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে তারা। ইন্ডিয়া টুডে প্রকাশিত সেই তালিকায় থাকা ব্যক্তিদের নিয়ে বাংলা ইনসাইডারের এই বিশেষ ধারাবাহিক আয়োজন।

চিকু ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত। দলকে ম্যাচ জেতানোর সক্ষমতা এবং দলের বিপদে পরিস্থিতিকে সামাল দেওয়ার অসাধারন ক্ষমতা তাঁর। তিনি ভারতীয় দলের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। যার ডাকনাম চিকু।

২০১৬ সালে টেস্টে বিরাট কোহলির ব্যাটিং গড় ছিল ৭৫, ওয়ানডেতে ৯২ এবং টি-টোয়েন্টিতে ১০৬। যা এই বছরে তিন ফরম্যাটেই অন্য যেকোনো ভারতীয় ব্যাটসম্যানের চেয়ে বেশি। ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে তিনি পরপর ৬ টি সিরিজ জিতেছেন। ২০১৫ সালের আগস্ট থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৯ টেস্টে তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল কোনো ম্যাচ হারেনি। পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি পরপর চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করেছেন।

বিরাট কোহলি পুমা ব্র্যান্ডের সঙ্গে ১১০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই চুক্তি অনুযায়ী তিনি প্রত্যেক দিন পাবেন ৫ কোটি রূপি যা ভারতীয় যেকোনো তারকার চেয়ে বেশি।

একসময় বলিউডের কারিশমা কাপুর ছিল বিরাট কোহলির পছন্দের নায়িকা। ২০১৩ সাল থেকে বলিউডের আরেক স্বনামধন্য অভিনেত্রী আনুশকা শর্মার সাথে তার সম্পর্ক।

বিরাট কোহলি তাঁর শরীরের বিভিন্ন অংশে সাতটি ট্যাটু লাগিয়েছেন। ট্যাটুগুলো হল আশ্রম, শিবের ধ্যান, টেস্ট ক্যাপ ২৬৯, ওয়ানডে ক্যাপ ১৭৫, মাতাপিতার হিন্দি নাম, সামুরাই ও বৃশ্চিক রাশির।

বিরাট কোহলি ২০১২ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি ২০১৩ সালে অর্জুনা পদক ও ২০১৭ সালে ভারতের চতুর্থ বেসামরিক পদক পদ্মশ্রী লাভ করেন। ইন্ডিয়া টুডে ম্যাগাজিন তাকে ২০১৭ সালের ৫০ জন প্রভাবশালীর তালিকায় ১১ নম্বরে রেখেছে।

 

বাংলা ইনসাইডার/ইন্ডিয়া টুডে অবলম্বণে/এসএম/ডিআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭