ইনসাইড ক্যারিয়ার

৬৯ জনকে চাকরি দিচ্ছে পরমাণু শক্তি কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2019


Thumbnail

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) ৪টি পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
কোম্পানির নাম: নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ফিজিক্স)
পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/সমমান

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (কেমিস্ট্রি)
পদসংখ্যা: ০৯ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/সমমান

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল)
পদসংখ্যা: ২৮ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল টেকনোলজি

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রনিক্স)
পদসংখ্যা: ১২ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স টেকনোলজি

দক্ষতা: জিপিএ/সিজিপিএ ৪ বা ৩ বা প্রথম বিভাগ/শ্রেণি। প্রত্যেক পদে মৌখিক ও লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বয়স: ২৯ আগস্ট ২০১৯ তারিখে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

প্রবেশনকাল: ০২ বছর। প্রবেশনকাল শেষ হলে নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে নিয়মিত করা হবে।

কর্মস্থল: দেশের যে কোন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (রূপপুর) বা এনপিসিবিএল নির্ধারিত যে কোন স্থান।

বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ২৭,১০০ টাকা, উৎসব ভাতা ও প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।

চাকরির মেয়াদ: যোগদানের তারিখ থেকে অন্তত পরবর্তী ১০ বছর অবশ্যই চাকরি করতে হবে। অন্যথায় সমুদয় অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা npcbl.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: আবেদনের জন্য টেলিটক সিমের মাধ্যমে অফেরতযোগ্য ৫০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের সময়: ০৭ আগস্ট ২০১৯ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। ২৯ আগস্ট ২০১৯ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭