ওয়ার্ল্ড ইনসাইড

একদিন পর পর মলত্যাগের পরামর্শ প্রেসিডেন্টের!  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2019


Thumbnail

পরিবেশ রক্ষার জন্য একদিন পর পর মলত্যাগ করার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে পরিবেশকে রক্ষা করে কৃষির উন্নয়ন করা যায়। জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, `গোটা পৃথিবীর লোক যদি কম খায়, আর একদিন পর পর মলত্যাগ করে, তাহলেই পরিবেশের কোনো ক্ষতি হবে না। এটি পুরো বিশ্বের জন্যই ভাল হবে।"

প্রসঙ্গত, জেইর বলসোনারো জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে, আমাজন বন ক্রমান্বয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছে। কারণ তার সরকার যে পরিবেশ সংরক্ষণের চেয়ে উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে।

আমাজনে বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সরকারি একটি সংস্থার তথ্যে উঠে আসার পরে বলসোনারো সম্প্রতি তোপের মুখে পড়েছেন। এর প্রতিক্রিয়ায় তিনি সরকারি ওই সংস্থার প্রধানকে বরখাস্ত করেন, যিনি বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সামনে এনেছিলেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭