ওয়ার্ল্ড ইনসাইড

মসজিদে হামলা হবে আগে থেকেই জানতো নরওয়ের পুলিশ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2019


Thumbnail

নরওয়ের মসজিদে হামলার বিষয়ে আগেই তথ্য পেয়েছিল নরওয়ের পুলিশ। হামলাকারী যুবক মানশসের (২১) বিষয়েও তথ্য ছিল তাদের কাছে। কিন্তু তবুও তারা এ ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়গুলো স্বীকার করেছে নরওয়ের পুলিশ।

সোমবার নরওয়ে পুলিশের পক্ষে থেকে বলা হয়েছে যে, বছরখানেক আগেই তাঁরা সম্পর্কে আগে থেকে তথ্য পাওয়া সত্ত্বেও কোন ব্যবস্থা না নেয়ার কথা স্বীকার করেছে দেশটির পুলিশ।

সোমবার (১২ আগস্ট) নরওয়ে পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর সম্ভাব্য হামলা সম্পর্কে গত বছর তারা তথ্য পেয়েছিলেন। তবে এ বিষয়ে কোন তদন্ত শুরু করা হয়নি। নিজেদের এই গাফিলতির জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

প্রসঙ্গত, গত শনিবার অসলোর একটি মসজিদে অতর্কিতে গুলি ছুড়তেশুরু করে ২১ বছর বয়সী মানশস। ওই ঘটনায় একজন আহত হন। বড় ধরনের হামলা হওয়ার আগেই উপস্থিত মুসল্লিরা ওই যুবককে ধরে ফেলে। এরপর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে তোলা হলে চার সপ্তাহ নিরাপত্তা হেফাজতে রেখে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭