ওয়ার্ল্ড ইনসাইড

হাতি থেকে বাঁচতে গাছে রাত কাটাচ্ছে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2019


Thumbnail

হাতির দলের হামলা থেকে বাঁচতে গাছের উপর রাতযাপন করছে এক গ্রামবাসী। এই ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার কেওনঝাড়ে।

জানা যায়, কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের উদিয়া মহাকুদ নামের এক বাসিন্দা হাতির উপদ্রবে ঘর-বাড়ি সর্বস্ব হারিয়েছেন। হত দরিদ্র, তাই ফের বাড়ি বানিয়ে নেওয়ারও সাধ্য নেই। হাতির হামলা থেকে প্রাণ বাঁচাতে শেষমেশ তাই জঙ্গলে গাছের উপরেই খড় বিছিয়ে বসবাস শুরু করে দেন সঙ্গে তাঁর পাঁচ বছরের ছেলেও রয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে জানিয়েছেন, শুধু একা উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাতে হচ্ছে।

ওই অঞ্চলের বনদফতর থেকে জানিয়েছেন, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে। এর মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে। হাতির গতিবিধির উপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বরে জানিয়েছেন তারা।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭