ইনসাইড পলিটিক্স

এবার ১৫ আগস্টে বিএনপির কর্মসূচিতে নেই খালেদার জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/08/2019


Thumbnail

প্রতিবছরই ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে নানা কর্মসূচি পালন করে বিএনপি। তবে এবার কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে কোনো কর্মসূচি নেই বিএনপির। বেগম জিয়ার আরোগ্য কামনায় জাতীয় শোক দিবসের একদিন পর অর্থাৎ ১৫ আগস্ট দোয়া মাহফিল আয়োজন করবে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

রিজভী বলেন, “আগামীকাল (১৫ অগাস্ট) নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনটি আমরা শুক্রবারের দিন করব।বিএনপির উদ্যোগে তার এই জন্মদিন উপলক্ষে পরশুদিন শুক্রবার ঢাকাসহ সারাদেশে দেশনেত্রীর রোগমুক্তি ‍ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।”

উউলেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে দেড় বছর ধরে কারাবন্দি। অসুস্থতার জন্য কয়েক মাস ধরে তিনি রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের দিন খালেদার জন্মদিন উদযাপন বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত একটি অধ্যায় হয়ে আছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭