টেক ইনসাইড

ওয়ানপ্লাস আনছে স্মার্টটিভি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2019


Thumbnail

অন্য সব ডিভাইসের সঙ্গে পাল্লা দিয়ে ভালোই এগোচ্ছে উঠতি স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস। এবার চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি স্মার্টটিভি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল ওয়ানপ্লাস টিভি আনবে। সেই গুঞ্জন সত্যি হলো অবশেষে। 

সেটার নাম ‘ওয়ানপ্লাস টিভি’ হওয়ারই সম্ভাবনা বেশি। ওয়ানপ্লাস ফোরামের এক প্রতিবেদনে তারা জানিয়েছে, আমাদের বিশ্বাস এমন অন্য কোনো নাম নেই যা আমাদের নিজেদের ব্র্যান্ড নামের চেয়ে বেশি মূল্য দিতে পারে।

ইতিমধ্যে ওয়ানপ্লাস টিভির লোগো উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠানটি। সেখানেই ওয়ানপ্লাসের লোগোর পাশে টিভি লেখা রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরেই টিভি বাজারে আনার পরিকল্পনা করেছে ওয়ানপ্লাস। কিন্তু তারা এখনো বিস্তারিত কিছু জানায়নি।  

সম্প্রতি ব্লুটুথ এসআইজি’র এক নথিতে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে ওয়ানপ্লাস টিভি। ৪৩ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চির এলইডি প্যানেল ব্যবহার করা হবে এতে। সেপ্টেম্বরের শেষ নাগাদ উন্মোচন করা হতে পারে ডিভাইসটি।

অপেক্ষাকৃত কমদামে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনায় বেশ অল্পসময়েই জনপ্রিয়তা পেয়েছে ওয়ানপ্লাস। টিভি বাজারেও তারা বেশ জনপ্রিয়তা পাবে বলে সবাই আশাবাদী।

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭