ওয়ার্ল্ড ইনসাইড

দুই বাংলাদেশিকে চাপা দেওয়া কে এই গাড়ি চালক?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2019


Thumbnail

কলকাতায় দুই বাংলাদেশিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাগুয়ার ব্রান্ডের সেই গাড়ি চালক কলকাতা শহরের বিখ্যাত রেস্টুরেন্ট আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজ।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী আরসালান পারভেজ লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কয়েকদিনের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার বিরুদ্ধে `মোটর ভেহিক্যালস অ্যাক্ট`র একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও কলকাতায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার রাত ২টার দিকে কলকাতার শেক্সপিয়ার সরণি ধরে কলামন্দিরের দিকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন পারভেজ। সে সময় উল্টো দিক থেকে আসা একটি মার্সিডিজকে ধাক্কা দেয়ার পর, পুলিশ বক্সে উঠে যায় তার গাড়ি। এ সময়, সেখানে দাঁড়িয়ে থাকা দুই বাংলাদেশি নাগরিক ফারজানা তাসমীন তানিয়া ও কাজি মহম্মদ মইনুল আলমকে চাপা দেয় জাগুয়ারটি। ভারি বৃষ্টি থেকে বাঁচতে তারা ওই পুলিশ বক্সে আশ্রয় নিয়েছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

এ ঘটনায় মার্সিডিজ চালক ও ওই গাড়ির অপর আরোহী গুরুতর আহত হন। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যান পারভেজ।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭