ইনসাইড গ্রাউন্ড

চলছে লর্ডসের শেষ দিনের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2019


Thumbnail

লর্ডস এখন চারদিনের ম্যাচ। একদিন পুরোপুরি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে বোঝাই যাচ্ছে, এই টেস্টের ফল কি হতে পারে। বিশ্বসেরা দুটি দল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে একদিন কমে যাওয়ার অর্থ, নিশ্চিত টেস্টটা ড্র।

আপাতত সে পথেই এগুচ্ছিল টেস্টের ভাগ্য। কিন্তু, চতুর্থদিন শেষ বেলা যেভাবে ইংলিশ ব্যাটসম্যানদের চেপে ধরেছে, তাতে শেষ দিনে আজ সত্যিই কি রোমাঞ্চ অপেক্ষা করছে লর্ডসে, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচন্য বিষয়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭১ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছে ইংল্যান্ড। প্যাট কামিন্স আর পিটার সিডলের তোপের মুখে একে একে উইকেট হারিয়েছেন জেসন রয়, জো রুট, ররি বার্নস এবং জো ড্যানলি। চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেট হারিয়ে ৯৬। ১৬ রান নিয়ে বেন স্টোকস এবং ১০ রান নিয়ে ব্যাট করছেন জস বাটলার। মোট ১০৪ রান এগিয়ে ইংল্যান্ড।

এর মধ্যে ররি বার্নস সর্বোচ্চ ২৯ রান করতে পেরেছেন। ২৬ রান করেছেন জো ড্যানলি। অধিনায়ক জো রুট তো রানের খাতাই খুলতে পারেননি। এছাড়া ওপেনার জেসন রয় আউট হয়েছেন মাত্র ২ রান করে। কামিন্স এবং পিটার সিডল নিয়েছেন ২টি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করেছিল ২৫৮ রান। জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ২৫০ রানে। ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে এখন স্বাগতিক ইংলিশদের লিড দাঁড়িয়েছে ১০৪। বাকি ৬ উইকেট দিয়ে আজ কতদুর যেতে পারে ইংল্যান্ড সেটাই দেখার বিষয়। যদি দ্রুত অলআউট হয়ে যায় তারা এবং জয়ের সুযোগ পায় অস্ট্রেলিয়া, তাহলে কি হবে, সে অপেক্ষাতেই রয়েছে ক্রিকেট প্রেমীরা।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭