ইনসাইড বাংলাদেশ

কথা রেখেছে বাড়ির লোকজন, তবুও বাঁচল না রুবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2019


Thumbnail

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুবক বয়সের মো.রুবেল হাওলাদার সাপ ধরত। সাপের খেলা দেখাতো। হাত দিয়ে সাপের ফনা তুলতো। সেই সাপের কামড়েই প্রাণ গেল সাপুড়ে রুবেল হাওলাদারের।

গতকাল শনিবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে সাপের দংশনে অসুস্থ হলে আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছে, তারাবুনিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে সাপুড়ে রুবেল হাওলাদার গতকাল শনিবার বিকেলে তার পালিত সাপের ঝাপি দিয়ে বিষধর সাপ বের করছিলেন। এসময় একটি সাপ তাকে দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে স্বজনরা তাকে পাশ্ববর্তী ছোনাউটা মোল্লাখালী এলাকার এক মহিলা ওজার কাছে নিয়ে যায়। রাত ভর ঝাড়ফুক দেওয়ার পর কোন কাজ হয়নি। গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল হাওলাদার দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের স্বজনরা জানিয়েছে, রুবেল তাদের আগেই জানিয়েছিল তাকে সাপে কাটলে কোন ডাক্তার কিংবা ওজা দেখানোর প্রয়োজন নেই। বাড়ির মসজিদে একদিন একরাত শোয়াইয়া রাখলে এমনিতেই সে বেঁচে উঠবে। এমন ধারনায় আজ রবিবার নির্ধারিত সময় তাকে জানাজা দেওয়া হয়নি।

সাবেক ইউপি সদস্য এনামুল হক রেন্টু বলেছেন, ঘটনাটি মর্মান্তিক। সঠিক সময়ে চিকিৎসা করালে হয়তো তার প্রাণ রক্ষা হতো বলে জানিয়েছেন তিনি।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭