ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে কোরবানির চামড়া কিনে ফেলে দিয়েছে বিএনপি: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2019


Thumbnail

চট্টগ্রামের ৩০ ট্রাক কুরবানির পশুর চামড়া বিএনপি কিনে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

আজ রোববার চামড়া সংকট সমাধান বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন।

শিল্পমন্ত্রী বলেছেন, ১০ হাজারের মতো কুরবানি পশুর চামড়া নষ্ট হয়ে থাকতে পারে। যা নগণ্য ব্যাপার। ট্যানারির মালিকেরা চামড়া কেনা শুরু করেছেন। চামড়ার দেনা-পাওনা বিষয়ে আগামী ২২ আগস্ট এফবিসিসিআইয়ের উদ্যোগে সভা করে ব্যবস্থা নেওয়া হবে। চামড়া রপ্তানিতে অবস্থা বুঝে, ব্যবস্থা নেওয়া হবে। চামড়া শিল্পে আপাতত কোনো সমস্যা নেই। 

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআই’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম ছাড়াও ট্যানারি অ্যাসোসিয়েশনের নেতা, চামড়া আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭