ইনসাইড বাংলাদেশ

‘ভেলাবাইচে বাঙালিদের ঢল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2019


Thumbnail

খানিকটা নৌকাবাইচের মতো হলেও এবারের প্রতিপাদ্য বিষয় নৌকা নয়, কলাগাছের ভেলা তৈরী করেই প্রতিযোগিতায় ছিলো কিছু বাঙালী তরুণ। গোপালগঞ্জের কোটালীপাড়া থানার আওতাধীন হাজরাবাড়ী গ্রামে মেতে উঠছে উৎসবটি। সেসময়ে বিশালাকৃতির খালটির দুপাশেই ছিলো বাঙালিদের মেতে ওঠার ঢল। প্রতিযোগিতায় মোট ১২ দলের অংশগ্রহনকারীদের প্রধান সরাঞ্জম হিসাবে ছিলোনা কোনো বৈঠা। কেবল স্রোতের বিপরীতে নিজেদের হাতই ছিলো প্রধান হাতিয়ার। ১ম পুরস্কার, ২য় পুরস্কার ও ৩য় পুরস্কার হিসেবে ছিলো মনিটর, কম্পিউটার বক্স ও মোবাইল ফোন। এছাড়াও সকল প্রতিযোগীদের জন্য ছিলো সান্ত্বনা পুরস্কার।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা বাবু যতীন্দ্রনাথ সেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এইচ. টি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পুলিন চন্দ্র বাড়ৈ, এস. এম. কে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমৃতলাল বাড়ৈসহ বাবু শংকর বাড়ৈ, বাবু নেপাল চন্দ্র বাইন, বাবু অরুন চন্দ্র সেন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার গুনীজন সহ বিভিন্ন পেশার মানুষ।

তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সবার দীর্ঘায়ু কামনায় বক্তৃতা রাখেন।

সন্ধ্যে ঘনিয়ে এলে পুরস্কার বিতরণীর মাধ্যমে বাঙালিদের এই উৎসবটি শেষ হয়।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭