ওয়ার্ল্ড ইনসাইড

কাশ্মির নিয়ে লিখলেই ফেসবুক, টুইটার বাতিল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2019


Thumbnail

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বর্তমান অবস্থাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখলেই সেসব অ্যাকাউন্ট বাতিল করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানী সংবাদ মাধ্যম ডনকে দেশটির আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মিরের বর্তমান অবস্থাকে সমর্থন করে কোন পাকিস্তানী টুইটার বা ফেইসবুকে কিছু পোস্ট করলে বা ম্যাসেজ দিলে সেসব অ্যাকউন্ট বাতিল করা হবে।

যারা বিষয়টি নিয়ে কোন পোস্ট দিয়েছেন ইতিমধ্যে তাদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে বলেও জানান মেজর জেনারেল আসিফ গফুর। দেশের নিরাপত্তার কারণেই এসব অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে বলে জানা তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭