ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধিতে শীর্ষে এসিআই ফর্মুলেশনস, পতনে ভিএফএস থ্রেড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2019


Thumbnail

কোরবানির ঈদের টানা নয় দিন ছুটির পর রোববার প্রথম লেনদেনে সূচক বেড়েছে দুই বাজারে। তবে লেনদেন কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ১১ পয়েন্ট; সূচক অবস্থান করছে ৫ হাজার ২১৬ দশমিক ৫৩ পয়েন্টে । অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬০ দশমিক ৭০ পয়েন্ট।

রোববার ঢাকায় ৩২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর সিএসইতে ১৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ৮৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বাড়ার শীর্ষ স্থানে আছে এসিআই ফর্মুলেশনস লিমিটেড। গতকাল তাদের শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ বা ১৪ টাকা ৯০ পয়সা। এসিআই ফর্মুলেশনস এর শেয়ার ৪৭৬ বারে ১ লাখ ৫০ হাজার ২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকা।

দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গতকাল এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ৬০ পয়সা। কোম্পানিটি ৩৮১ বারে ১৮ লাখ ৭৪ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। গতকাল কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি ৭৫৪ বারে ৭ লাখ ৮৬ হাজার ১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ ৯ হাজার টাকা।

দরবৃদ্ধিতে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল সরীয়াহ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়টি মিউচুয়াল ফান্ড, এসিআই কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও লিব্রা ইনফিউশনস লিমিটেড। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ বা ৩ টাকা ৫০ পয়সা কমেছে। ডিএসই এর তথ্য অনুযায়ী, এই কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটি ১ হাজার ৮৮৮ বারে ১১ লাখ ৭৯ হাজার ৮১৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা।

দর পতনে দ্বিতীয় স্থানে রয়েছে ডাক্কা ডাইং অ্যান্ড মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেড। কোমপানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ বা ৩০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫০ বারে ৬৪ হাজার ২৬৪টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ২৭ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ বা ১০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৩ বারে ৫৬ হাজার ৮২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ৮৩ হাজার টাকা।

দর পতনের তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- বীচ হ্যাচারি লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, সোনারাগাঁও ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, টুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭