ওয়ার্ল্ড ইনসাইড

পরিস্থিতি খারাপ, পাক সেনাপ্রধানের মেয়াদ বাড়ল ৩ বছর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2019


Thumbnail

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান তার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন পিটিভির বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক ডন।

আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাজওয়ার চাকরির মেয়াদ ৩ বছর বাড়ানো হল।

২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বাজওয়াকে সেনাপ্রধান নিযুক্ত করেন। ৫৮ বছর বয়সী বাজওয়ার এবছরই অবসর নেওয়ার কথা। এক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, তাঁর সেনাবাহিনী কাশ্মীরিদের সাহায্য করার জন্য ‘যতদূর দরকার ততদূরই’ যেতে তৈরি। কিছুদিন আগে সেনাবাহিনীর সদর দপ্তরে কোর কম্যান্ডোদের এক বৈঠক হয়। সেখানে আলোচনার একটিই বিষয় ছিল। তা হল কাশ্মীর। বৈঠকে সভাপতিত্ব করেন বাজওয়া। সেখানেও তিনি সেনা কম্যান্ডারদের বলেছেন, কাশ্মীরিরা ন্যায্য লড়াই চালাচ্ছেন। আমরা ‘শেষ অবধি’ তাঁদের সঙ্গে আছি।

বাংলা ইনসাইডার/বিকেডি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭