ওয়ার্ল্ড ইনসাইড

৯ মাসে ৪৮ বার ট্রাফিক আইন ভেঙেছে দুই বাংলাদেশিকে পিষা পারভেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2019


Thumbnail

কলকাতায় গাড়িচাপায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় রেস্তোরাঁ মালিকের ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার ও ১২ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গেল প্রায় ১ বছরে, মাসে গড়ে পাঁচবার ট্রাফিক সিগনাল ভেঙেছে এই পারভেজ।

শুক্রবার বৃষ্টি থেকে বাঁচতে কলকাতায় একটি শেডের নিচে দাঁড়িয়ে ছিলেন দুই বাংলাদেশি পর্যটক। তখনই একটি জাগুয়ার গাড়ির ধাক্কায় আরেকটি মার্সিডিজ সজোরে আঘাত করলে ট্রাফিক শেডটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান কাজী মাইনুল আলাম ও ফারহানা ইসলাম তানিয়া।

জাগুয়ার গাড়ির চালক কলকাতার নামি রেস্তরাঁ আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিকেলে তাকে কলকাতার একটি আদালতে তোলা হলে বিচারক তাকে ১২ দিনের রিমান্ডে দেন।

শেক্সপিয়ার সরণিতে দুঘর্টনার আগে আরো দু-জায়গায় সিগনাল ভাঙেন পারভেজ। শুধু তাই নয় এই তরুণ গত ৯ মাসে ৪৮ বার ট্রাফিক আইন ভাঙায় মামলা খেয়েছেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭