ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে আল-হাজ্জ টেক্সটাইল, পতনে ফনিক্স ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/08/2019


Thumbnail

ঈদের ছুটির পর ইতিবাচক ধারায় ফিরছে বাংলাদেশের পুঁজিবাজার। গতকাল সোমবার মূলসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ দশমিক ৭৩ পয়েন্ট; সূচক অবস্থান করছে ৫ হাজার ২২৭ দশমিক ২৬ পয়েন্টে । অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪১ দশমিক ৫৫ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বাড়ার শীর্ষ স্থানে আছে আল-হাজ্জ টেক্সটাইল মিলস লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৬ টাকা ৩০ পয়সা। আল-হাজ্জ টেক্সটাইল মিলস এর শেয়ার সর্বশেষ ৭০ টাকা দরে লেনদেন হয়েছে। গতকাল তারা ২ হাজার ১৪৩ বারে ৯ লাখ ৬৩ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকা।

দরবৃদ্ধির হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ বা ৪ টাকা ৮০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৭০ বারে ১৪ লাখ ৫১ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা।

দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন লিমিটেডে। গতকাল তাদের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা। শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭১৮ বারে ৩০ লাখ ৪৫ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮০ লাখ ১ হাজার টাকা। 

পুঁজিবাজারে দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সায়হাম টেক্সটাইলস লিমিটেড, মুন্নু স্টাফলার্স অ্যান্ড জুট, স্টাইল ক্রাফট, মেঘনা সিমেন্ট, এসিআই কোম্পানি ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে অবস্থান করছে ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৭ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। ইউনিটটি সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৫৮১ বারে ২১ লাখ ৮৮৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকা।

দর পতনে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। সোমবার ফান্ডটি ২২৬ বারে ৭ লাখ ১৯ হাজার ৭৩৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।

দর পতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৬১৩ বারে ২১ লাখ ৪৭ হাজার ৯৪টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা।

দর পতনের তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডাক্কা ডাইং অ্যান্ড মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১।

উল্লেখ্য, গতকাল ঢাকায় ৪৮৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৩২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে ২২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে গতকাল। রোববার সেখানে লেনদেনের অংক ছিল ১৫ কোটি ৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪৭পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪১ দশমিক ৫৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৯৯৮ পয়েন্ট। লেনদেনে অংশ নিয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১ টির, কমেছে ১০৯ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির দর।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭