ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে ফ্যামিলিটেক্স বিডি, পতনে জুট স্পিনার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2019


Thumbnail

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসইর প্রধান সূচক সিএসপিআই ২২ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৬ দশমিক ৫৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৪৭২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৪২ লাখ টাকা কম। অন্যদিকে সিএসইতে ৪৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২১ কোটি ৫৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪৩টির; অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেন শেষে দর বাড়ার শীর্ষ স্থানে আছে ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ বা ৩০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৫০৩ বারে ২৯ লাখ ৭৭ হাজার ২৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৫ লাখ ৪৯ হাজার টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইলস। এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ বা ৪ টাকা ৪০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৬৪ বারে ৪ লাখ ৪৮ হাজার ৫২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২০ লাখ ৫৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল সরীয়াহ ফান্ড। মঙ্গলবার ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ বা ৯০ পয়সা। ইউনিট সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৩৪৭ বারে ৯ লাখ ১২ হাজার ৯৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস.এস. স্টিল লিমিটেড, অ্যাপলো ইস্পাত কমপ্লেক্স লি:, আর. এন. স্পিনিং মিলস লি:, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লি:, শাশা ডেনিমস লি:, গ্লোবাল ইন্স্যুরেন্স লি: ও জেনারেশন নেক্সট ফ্যাশন লি:।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪২ শতাংশ বা ৬ টাকা ২০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৮২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২ বারে ১ হাজার ১১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৫ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৮ বারে ৭ হাজার ১৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।

দর পতনে তৃতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশনস লি:। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৫ শতাংশ বা ৮ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ১৫৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৫৭৯ বারে ৭৪ হাজার ৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকা।

দর পতনের তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- এসিআই লি:, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লি:, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লি:, সান লাইফ ইন্স্যুরেন্স লি:, ইউনাইটেড ইন্স্যুরেন্স লি: ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭