কালার ইনসাইড

অনুষ্ঠানের জন্য ডেকে এনে নৃত্যশিল্পীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2019


Thumbnail

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাচের অনুষ্ঠানের জন্য ডেকে এনে গত সোমবার এক নৃত্যশিল্পীকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় পুলিশ গতকাল মঙ্গলবার তিন যুবককে গ্রেপ্তারও করেছে। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, অনুষ্ঠানের কথা বলে বন্দর উপজেলা থেকে এক নৃত্যশিল্পীকে ডেকে আনেন সোনারগাঁয়ের মাহমুদ হাছান নামের ওই যুবক। পরে তাঁর নেতৃত্বে সফিকুল ইসলাম, মো. সজিব, সানজিদ মিয়া ও সিয়াম হোসেন ওই মেয়েকে কারখানার পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। বিষয়টি তিনি তাঁর স্বামী ও আত্মীয়-স্বজনকে জানান। ওই রাতেই সোনারগাঁ থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ওই নৃত্যশিল্পী। মামলার পর থানা-পুলিশের একাধিক দল গতকাল ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার তিন আসামি মাহমুদ হাছান, সফিকুল ইসলাম ও মো. সজিবকে গ্রেপ্তার করে। ধর্ষণের পর তার ভিডিও করা হয়। সেসব ভিডিও উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন আজ নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিল্টন হোসেনের আদালতে গণধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠান।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭