ইনসাইড ট্রেড

হৃদয়ভাঙা দুঃসংবাদ: আর আসবে না স্পাইডারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2019


Thumbnail

স্পাইডি ছবির প্রশ্নে মার্ভেল স্টুডিওস এবং সনি এন্টারটেইনমেন্ট নাকি আলাদা হয়ে যাচ্ছে। যা বিশ্বের স্পাইডারম্যান ভক্তদের জন্য এক হৃদয়ভাঙা দুঃসংবাদ। আর একসঙ্গে হাতে হাত রেখে পথ চলবে না তারা। মোট কথা, মার্ভেল সিনেমাটিক স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্টের পথ গেছে দুদিকে বেঁকে। তাহলে স্পাইডারম্যানের কী হবে? সবার আশঙ্কা সত্যিই হয়েছে। আর হবে না ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ (২০১৬), ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ (২০১৭), ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (২০১৮), ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) বা ‘স্পাইডারম্যান ফার ফ্রম হোম’- এর (২০১৯) মতো চলচ্চিত্র।

মার্ভেল স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট নাকি একে অপরের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে। তারা কোন চুক্তিতে সম্মত হতে পারেনি। সমস্যা হয়েছে বিশ্বের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্রগুলোর লাভের অংশ নিয়ে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব।

মার্কিন মিডিয়া ওয়েবসাইট সিএনইটি জানিয়েছে, স্পাইডারম্যানের ছবিতে কেভিন ফাইগি অর্থ লগ্নি করুক, ডিজনির নাকি সেটি পছন্দ নয়। সিএনইটি কে নাকি সনি এন্টারটেইনমেন্টের এক সূত্র এ তথ্য জানিয়েছে। ওই মুখপাত্র বলেছেন, ‘ডিজনি চাইছে না স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির কোনো ছবির অন্যতম প্রযোজক হিসেবে নাম থাকুক কেভিন ফাইগির। আমরা হতাশ হয়েছি। তবে ডিজনির এ সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’

তাই হয়তো মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট ও বিশ্বের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর প্রযোজক কেভিন ফাইগি আর কোনো স্পাইডি ছবিতে বিনিয়োগ করতে পারবেন না। তবে একাধিক সূত্র এ-ও বলেছে, এখনো তাঁদের ভেতর দর-কষাকষি চলছে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অসংখ্য ছবির প্রধান প্রযোজক কেভিন ফাইগি। তাই সেই ছবির সাফল্যের একটা বড় অংশের ভাগিদার তিনি। কিন্তু স্পাইডারম্যানকে নিয়ে নির্মিত ছবির কৃতিত্বের ভাগ আর তাঁর সঙ্গে শেয়ার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। তাই স্পাইডারম্যান আর ডেডপুলকে একসঙ্গে পর্দা ভাগ করতে দেখার সৌভাগ্য আর হবে না ভক্তদের। একজন তো সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই চরিত্র যাঁদের শরীরে সর্বশেষ জীবন্ত হয়েছে, সেই টম হল্যান্ড আর রায়ান রেনল্ডের উদ্দেশে লিখেছেন, ‘আমাদের কি স্পাইডারম্যান ও ডেডপুল মুভি দেখা হবে না?’

রায়ান রেনল্ড সেই টুইট শেয়ার করে উত্তরে লিখেছেন, ‘পাবে। তবে কেবল আমার হৃদয়ে।’সেই উত্তর কি কারো জানা আছে? রায়ানের হৃদয়ের টিকিট কোথায় পাওয়া যাবে?

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭