ইনসাইড গ্রাউন্ড

একাধিক চমক নিয়ে এপ্রিল টুয়েন্টি ফাইভের মুখোমুখি আবাহনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2019


Thumbnail

উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টুয়েন্টি ফাইভের বিপক্ষে এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের ক্লাব ইতিহাসের অন্যতম এই হাই ভোল্টেজ ম্যাচে একাদশে একাধিক চমক নিয়ে নেমেছে উভয় দল।

ইনজুরি আর নিষেধাজ্ঞা খড়গে দলে নেই একাধিক নিয়মিত খেলোয়াড়। আবাহনীর বিদেশী কোটায় সানডে চিজোবা ও ক্রেভেন্স বেলফোর্টের সঙ্গে তৃতীয় বিদেশী খেলোয়াড় হিসেবে আছেন দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার লি তাইমিন। আবাহনীর জার্সিতে অভিষেক হচ্ছে লি এর।

আবাহনীর প্রতিপক্ষ এপ্রিল টুয়েন্টি ফাইভের একাদশে অবশ্য কিছুটা চমক আছে। যদিও আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল এই ম্যাচে একাদশে নাও থাকতে পারেন স্ট্রাইকার কিম ইউ সং। উত্তর কোরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার এএফসি কাপে ১৬ ম্যাচে করেছেন ২১ গোল। এই মৌসুমেও তার আছে ৪ ম্যাচে ৬ গোল। তাকে ছাড়াই শুরু করছে এপ্রিল টুয়েন্টি ফাইভ।

একাদশ

আবাহনী

শহীদুল আলম, রায়হান হাসান, ওয়ালি ফয়সাল, টুটুল বাদশা, লি টায়েমিন, সোহেল রানা, নাবিব নেওয়াজ, সানডে চিজোবা, মামুন মিয়া, সাদ উদ্দিন, ক্রেভেন্স বেলফোর্ট

এপ্রিল টুয়েন্টি ফাইভ

আন তে সং, জিন মিয়ং, চুং হিওক, পাক সং রক, আন সং ইল, ও হিওক চল, সন ফিয়ল ইল,  চল সু, চো জং হিওক, ওম চল সং, রিম চল মিন

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭