ইনসাইড বাংলাদেশ

‘উন্নয়ন ও জনস্বার্থ রক্ষার বাজেট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/06/2017


Thumbnail

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেট সত্যিকার অর্থেই উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট। দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে ব্যাংকে আমানতের ওপর আবগারী শুল্ক অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন এমন আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিত্তশালীরা যদি কর না দেন তাহলে দেশের উন্নয়ন হবে কী ?

জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আমজাদ হোসেন মিলন এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন।

আইন-শৃঙ্খরা কমিটির সভা শেষে জেলা প্রশাসন আয়োজিত অফিসার্স ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭