ইনসাইড গ্রাউন্ড

গোল বন্যার ম্যাচে অনবদ্য আবাহনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/08/2019


Thumbnail

প্রথম গোল হতে সময় নিয়েছে ৩০ মিনিটেরও বেশি। এরপরেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় গোল উৎসব। একবার আবাহনী, অন্যবার এপ্রিল টুয়েন্টি ফাইভ! আক্রমণ-প্রতি আক্রমণের মাঝে রোমাঞ্চকর ম্যাচের সমাপ্তি হয় আবাহনীর জয়ের মধ্য দিয়ে। উত্তর কোরিয়ার শক্তিশালি দল এপ্রিল টুয়েন্টি ফাইভকে ৪-৩ গোলে হারিয়ে প্রথম লেগে এগিয়ে থাকলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি।

পুরো টুর্নামেন্টে ছয় ম্যাচেও মাত্র দুই গোল হজম করেছিল এপ্রিল টুয়েন্টি ফাইভ। শক্তির বিচারে ঢাকা আবাহনীর চেয়ে অনেক এগিয়ে থাকা সেই দলটাকেই ঘরের মাঠে হারিয়ে দিল থমাস মারিও লেমোসের দল। জোনাল সেমিফাইনালের প্রথম লেগ বঙ্গবন্ধু স্টেডিয়ামে এপ্রিল টুয়েন্টি ফাইভকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে আবাহনী। আকাশি-হলুদ দলের চার গোলের দুটি নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবার। অন্য গোল দুটো করেছেন সোহেল রানা ও নাবিব নেওয়াজ জীবন।

দলের নিয়মিত সদস্য মামুনুল ইসলাম, তপু বর্মনকে ছাড়াই খেলতে নামতে হয়েছিল আবাহনীকে। ঘরের মাঠে তাই ড্র করাটাই ছিল অনেক বড় প্রাপ্তি। তবে আবাহনীর অল আউট ফুটবল আর দুই বিদেশী ফুটবলার সানডে-বেলফোর্টের অনবদ্য পারফরমেন্সে জয়টা প্রাপ্য হয়ে দাঁড়ায় আবাহনীর।

২৮ আগস্ট পিয়ং ইয়ংয়ে ফিরতি লেগ খেলবে আবাহনী। ম্যাচটি ড্র হলেই ইন্টার জোন প্লে-অফ ফাইনালে খেলার সুযোগ পাবে দেশের জনপ্রিয় দলটি।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭