টেক ইনসাইড

সারাবিশ্বের জন্য এবার গুগল গো সার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/08/2019


Thumbnail

সারাবিশ্বের জন্য এবার উন্মুক্ত হলো গুগল গো সার্চ অ্যাপ। ভারতে ও ইন্দোনেশিয়ায় চালুর দুই বছর পর বিশ্ববাসীর জন্য এই অ্যাপ উন্মোচন করা হলো।

সবচেয়ে আশার কথা হলো, গুগল সার্চের জন্য মূল অ্যাপের থেকে এটি ৪০ শতাংশ কম ডাটা খরচ করবে। অ্যাপটিতে ভয়েস, জিআইএফ ও ইমেজ সার্চের সুবিধাও পাওয়া যাবে। এটি কম শক্তির ফোনগুলোর উপযোগী করে বানানো হয়েছে।

আগে শুধু অ্যান্ড্রয়েড গো এডিশনের ফোনগুলোতেই গুগল গো ব্যবহার করার সুযোগ ছিল। শুরুর দিকে অ্যাপটির আকার ছিল ৫ মেগাবাইট। পরে এর আকার ২ মেগাবাইট বৃদ্ধি পেয়েছে।

স্বল্পোন্নত দেশগুলোর জন্য এর আগে ইউটিউব, গুগল ম্যাপস, জিমেইল ও গ্যালারির (গুগল ফটোস) জন্য গো সংস্করণের অ্যাপ এনেছিলো গুগল।

হালকা বলে অ্যাপটি অ্যান্ড্রয়েডের ললিপপ বা তার উপরের সংস্করণের অপারেটিং সিস্টেমেও চলবে। অ্যাপটি এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে-

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.searchlite

 

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭