ইনসাইড গ্রাউন্ড

নতুন কোচের অধীনে ঘাম ঝরাতে হচ্ছে পেসারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/08/2019


Thumbnail

গতকাল সংবাদ সম্মেলনের পর পরিচয় পর্ব দিয়েই সমাপ্তি করেছিলেন কন্ডিশনিং ক্যাম্পের। আজ পুরোদমে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন কোচরা। মিরপুর স্টেডিয়ামে যখন কোচ রাসেল ডোমিঙ্গো ব্যাটসম্যানদের নিয়ে ব্যস্ত, তখন অন্যপাশে নিজের ক্লাসে পেসারদের নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে চার্ল ল্যাঙ্গাভেল্টকে।

মোস্তাফিজ, রুবেল, তাসকিন, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি থেকে শুরু করে নতুন-পুরনো পেসারদের কার্যকর পেসার হিসেবে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ নিয়েই আজ দায়িত্বটা আনুষ্ঠানিকভাবে শুরু করলেন ল্যাঙ্গাভেল্ট।

মিরপুর স্টেডিয়ামে দেখা গেলো ল্যাঙ্গাভেল্ট একেবারে হাতে ধরে পেসারদের লাইন-লেন্থ দেখিয়ে দিচ্ছেন। হাতের সঙ্গে কোমরের পজিশন, বলের গ্রিপ ধরার টেকনিক- সব শিখিয়ে দিচ্ছেন তিনি। তার আগে বোলারদের স্ট্রেচিং করিয়েছেন। তাদের ফিটনেস লেভেল যাতে ঠিক থাকে- সেদিকেই সবচেয়ে বেশি নজর বোলিং কোচের।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭