ইনসাইড গ্রাউন্ড

আমিরকে ফিরে আসার অনুরোধ শোয়েব আখতারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/08/2019


Thumbnail

মাত্র ২৭ বছর বয়সে হুট করে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে সবাইকে অবাক করে দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও ইংল্যান্ডে ঠিকই কাউন্টি খেলে যাচ্ছেন এই পেসার। তাই আমিরকে অবসর ভেঙে দেশের হয়ে খেলার অনুরোধ করেছেন সাবেক পাকিস্তানি তারকা পেসার শোয়েব আখতার। 

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘পাকিস্তানের চেয়ে ইংল্যান্ডের ব্যবস্থাপনা কি খুব বেশি এগিয়ে? সেখানকার উইকেট কী খুব বেশি ভালো? নাকি সেখানে উইকেট পাচ্ছে বলে আমির আগের চেয়ে আরও ভালো বোলার হয়ে গেছে? সবগুলোই সত্যি। এবং, বড় সত্য হচ্ছে আমিরকে এখন কোনো চাপে থাকতে হচ্ছে না। আমি এখনো মনে করি যে পাকিস্তানের হয়ে একই পারফরম্যান্স দেয়ার সামর্থ্য যথেষ্টই আছে আমিরের।’

তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট থেকে বিমুখ হওয়ার কারণ খুঁজে বের করে তা ঠেকানোর জন্য অনুরোধ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘পদ্ধতিতে অবশ্যই খুঁত আছে যার কারণে বোর্ড তরুণদের পেছনে বড় বিনিয়োগ করার পরও ৫-৬ বছর পর এই ক্রিকেটাররা অবসরে চলে যাচ্ছে।’

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেয়ায় আমিরের সমালোচনা করেছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ জনগণ। তাদের সমালোচনা যথার্থ বলে মনে করেন শোয়েব। একইসঙ্গে আমিরকে আবারও সাদা পোশাকে ফেরার আহ্বান তার, ‘জনগণের ভাবনা-চিন্তা যথার্থ। আমিরের উচিত অবসরের সিদ্ধান্তটা আবারও বিবেচনা করা এবং পাকিস্তানের হয়ে টেস্ট খেলা।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭