ইনসাইড গ্রাউন্ড

সাকিব থাকলে তাইজুলের কাজ সহজ হয়ে যায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/08/2019


Thumbnail

শ্রীলঙ্কা সিরিজে সাকিবের অনুপস্থিতিটা বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। সামনে আগফানিস্তান সিরিজে সাদা জার্সিতে ফিরবেন সাকিব। তাই টাইগার বোলারদের জন্য যে কাজটা তুলনামূলক সহজ হতে যাচ্ছে তা স্বীকার করেছেন টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা তাইজুল ইসলামও।

কন্ডিশনিং ক্যাম্পে টাইগারদের প্রস্তুতিটা বেশ জোরালো ভাবেই চলছে। নতুন কোচের অধীনে ৩৫ সদস্যের এই ক্যাম্প থেকেই বাছাই করা হবে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজের একাদশ। ছুটি কাটিয়ে সাকিব অনুশীলনে যোগ দিবেন শনিবার। আর এতেই নির্ভার দলের আরেক বাঁহাতি স্পিনার তাইজুল।  

তাইজুল বলেন, ‘সাকিব ভাই না থাকলে সব কাজই কঠিন হয়ে যায়। সাকিব ভাই যখন বল করে তখন প্রতিপক্ষের ব্যাটসম্যান অনেক সাবধানী হয়ে যায়, আর তখনই আমাদের মতো বোলারদের উইকেট নেওয়ার সুযোগ তৈরি হয়। সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার আর অনেক অভিজ্ঞ। সুখবর হচ্ছে সামনের সিরিজেই সে আমাদের সাথে যোগ দিবেন।’

ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে টাইগারদের প্রধান অস্ত্র স্পিন। আফগানদের বিপক্ষেই একই ফাঁদ পাতবেন কিনা তা নিয়ে করা প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘আমরা আসলে এখনও জানি না কেমন উইকেট হবে। এটার সম্পূর্ণ দেখভাল করবে ম্যানেজমেন্ট। তবে একজন স্পিনার হিসেবে আমি যেকোনো উইকেটের জন্য নিজেকে প্রস্তুত করছি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭