ইনসাইড গ্রাউন্ড

টেস্ট ক্রিকেটে কোন দেশের সর্বনিম্ন রান কত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/08/2019


Thumbnail

ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় টেস্ট ক্রিকেটে। ক্রিকেটের এই ফরম্যাট দিয়েই পথচলা শুরু হয় ক্রিকেটের। তবে ক্রিকেটের এই লম্বা ফরম্যাটেও অনেক দলের আছে চরম ব্যাটিং বিপর্যয়ের ইতিহাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবথেকে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি গড়েছিল নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে যায় কিউইরা।

গত মাসে এই নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডেতে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের ঠিক ১০ দিনের ব্যবধানে টেস্ট খেলতে নেমে একবারে নবীনদল আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৫ রানে অলআউট হয় জো রুটের নেতৃত্বাধীন দলটি।

সেই লজ্জার রেশ কাটতে না কাটতেই ফের বাজে পরিস্থিতির মুখে পড়েছে ইংলিশরা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে লিডসে ৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫০ রানের নিচে এর আগে দুইবার অলআউটের লজ্জায় পড়েছিল ইংল্যান্ড। আর ৮০ থেকে ৫০ রানের মধ্যে এনিয়ে ২০ বার অলআউট হয় ইংলিশরা।

টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৪৩ রান। ২০১৮ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে এমন লজ্জায় পড়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তবে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অলআউটের লজ্জার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের।

এখন পর্যন্ত টেস্ট খেলা ১২ টি দেশের মধ্যে ছয় দেশের সর্বনিম্ন রান-ই ইংল্যান্ডের বিপক্ষে!

আসুন জেনে নিই টেস্ট ক্রিকেটে কোন দেশের সর্বনিম্ন রান কত-

ইংল্যান্ড ৪৫ প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, ১৮৮৭

অস্ট্রেলিয়া ৩৬  প্রতিপক্ষ- ইংল্যান্ড, ১৯০২

নিউজিল্যান্ড ২৬  প্রতিপক্ষ- ইংল্যান্ড, ১৯৫৫  

দক্ষিণ আফ্রিকা ৩০ প্রতিপক্ষ- ইংল্যান্ড, ১৮৯৬

আয়ারল্যান্ড ৩৮ প্রতিপক্ষ- ইংল্যান্ড, ২০১৯

ভারত ৪২ প্রতিপক্ষ- ইংল্যান্ড, ১৯৭৪

বাংলাদেশ ৪৩ প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ ৪৭ প্রতিপক্ষ- ইংল্যান্ড, ২০০৪

পাকিস্তান ৪৯ প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ২০১৩

জিম্বাবুয়ে ৫১ প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, ২০১২

শ্রীলংকা ৭১ প্রতিপক্ষ- পাকিস্তান, ১৯৯৪

আফগানিস্তান ১০৩ প্রতিপক্ষ- ভারত, ২০১৮।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭