ওয়ার্ল্ড ইনসাইড

আমাজনকে বাঁচাতে এগিয়ে এলো বলিভিয়া ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/08/2019


Thumbnail

ব্রাজিলের আমাজন জঙ্গলকে বাঁচাতে বিমান থেকে পানি ঢালার উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। তিন সপ্তাহ ধরে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত জঙ্গলটিতে জ্বলতে থাকা আগুনে ইতোমধ্যেই পুড়ে গেছে সাত হাজার ৭৭০ বর্গ কিলোমিটার এলাকা। আগুন নিয়ন্ত্রণে তাই সুপারট্যাংকার বোয়িং বিমান ৭৪৭-৪০০ ভাড়া করার ঘোষণা দিয়েছে বলিভিয়া। আগুন নিয়ন্ত্রণে শুক্রবার থেকেই আকাশপথে ওই সুপারট্যাংকার নিয়ে অভিযান শুরু হয়েছে।

চীনা পণ্যে আরও ৫% শুল্ক যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প চীন থেকে আমদানি করা ৫৫ হাজার কোটি ডলারের পণ্যে অতিরিক্ত আরও ৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনের আগের আরোপ করা শুল্কের প্রতিক্রিয়ায় শুক্রবার বেইজিং সাড়ে ৭ হাজার কোটি ডলারের মার্কিন আমদানি পণ্যে শুল্ক বসানোর কয়েক ঘণ্টা পর ট্রাম্প এ ঘোষণা দেন তিনি।

শ্রীলঙ্কায় চার মাস পর জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীলঙ্কা সরকার চার মাস পর দেশটিতে জারি থাকা জরুরি অবস্থা তুলে নিয়েছে। গত এপ্রিলে ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলায় ২৫৮ জন মানুষ নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হয়েছিল। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জরুরি অবস্থা প্রত্যাহারের খবর জানিয়েছে।

সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

গতকাল শুক্রবার কাশ্মিরের রাজৌরি পাক-ভারত গোলাগুলিতে ভারতের এক জওয়ান নিহত হয়েছে। ওই জওয়ানের নাম নায়েক রাজীব থাপা, বয়স ৩৪ বছর।

চীনকে ‘চোর’ বললেন ট্রাম্প

চীনকে ‘চোর’ হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে দেশটির বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার টুইটারে দেওয়া পোস্টে এমন আহ্বান জানান তিনি।

কালো তালিকাভুক্ত হতে যাচ্ছে পাকিস্তান

বিশ্বব্যাপী আর্থিক নজরদারি প্রতিষ্ঠান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) এর এশিয়া প্যাসিফিক বিভাগ পাকিস্তানকে ‘কালো তালিকাভুক্ত’ করতে যাচ্ছে। আগামী অক্টোবরের মধ্যে কালো তালিকাভুক্তি এড়াতে হবে ইসলামাবাদকে। কেননা ২৭ দফা কর্ম পরিকল্পনার বিষয়ে প্রতিষ্ঠানটি দেয়া ১৫ মাসের সময়সীমা অক্টোবরে শেষ হবে।

সমালোচনার মুখে আমাজনে সেনা মোতায়েনের ঘোষণা ব্রাজিলের

বিশ্বব্যাপী নিন্দার মুখে আমাজনের আগুন নেভাতে সেখানে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তবে ঠিক কবে নাগাদ সেনা মোতায়েন করা হবে; এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি বলসোনারো।

আলজেরিয়ায় কনসার্টে পদদলিত হয়ে ‘নিহত অন্তত ৫’

আলজেরিয়ায় একটি র‌্যাপ কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছে। সুলকিং নামে পরিচিত শিল্পী আবদেররউফ দেরাদজির গান শুনতে বৃহস্পতিবার রাতে রাজধানী আলজিয়ার্সের একটি স্টেডিয়ামে হাজার হাজার মানুষ ভিড় করলে প্রবেশপথের একটিতে এ পদদলনের ঘটনা ঘটে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭