ইনসাইড গ্রাউন্ড

সাইফের শতকে লঙ্কানদের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/08/2019


Thumbnail

ফর্মহীনতায় ভুগতে থাকা তামিম ইকবাল নিজের নাম সরিয়ে নিয়েছে আসন্ন টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজ থেকে। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানদের বিপক্ষে এক টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজে তাই তামিমের বিকল্প খুঁজছে বিসিবি। তরুণ উদীয়মান ওপেনার সাইফ হাসান যেন বিসিবির সেই কাজকে করে দিলেন কিছুটা সহজ। ব্যাট হাতে ছন্দে থাকা সাইফের আজকের শতকে লঙ্কানদের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিং করতে পাঠিয়েছেন শ্রীলঙ্কা ইমার্জিং দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলংকা ইমার্জিং দল। ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি নাজমুল হোসেন শান্তর দলের। নাঈম শেখ দলের ৯ রানের মাথায় আউট হন ব্যক্তিগত ৬ রান করে। এরপর ওপেনার সাইফ এবং অধিনায়ক শান্ত দারুণ এক জুটি গড়েন। দু`জনে যোগ করেন ৭৪ রান। ব্যক্তিগত ৩৯ রান করে ফিরে যান আগের ম্যাচে ফিফটি করা শান্ত।

এরপর ক্রিজে এসেই ফিরে যান দ্বিতীয় ম্যাচে সেরা ক্রিকেটার হওয়া ইয়াসির আলী চৌধুরি। তিনি করেন মাত্র ৯ রান। পরে আফিফ হোসেন এবং সাইফ দলকে ভালো সংগ্রহ এনে দেন। তারা দু`জনে গড়েন ১২৫ রানের জুটি। আফিফ ৭০ বলে ছয়টি চার এবং এক ছক্কায় খেলেন ৬৮ রানের ইনিংস। ওপেনার সাইফ হাসান ইনিংসের ৪৫তম ওভারে আউট হন ১৩০ বলে ১১৭ রান করে।

সাইফ দারুণ এই ইনিংস খেলার পথে চারটি চার মারেন। আর ছক্কা তোলেন সাতটি। চারের থেকে ছক্কা মারার পরেও তার স্ট্রাইক রেট ৯০ থাকায় একটু ধন্দে লাগতে পারে। ২০ বছর বয়সী সাইফ শুরুতে খুবই দেখে শুনে ব্যাটিং করেন এ ম্যাচে। ফিফটি পাওয়ার পরে হাত খোলেন তিনি। পরের ৪৩ বলে তিন চার ও পাঁচ ছক্কায় তিনি করেন ৬৭ রান। শ্রীলংকা ইমার্জিং দলের হয়ে কালানা পেরেরা নেন দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):

বাংলাদেশ ইমার্জিং দল ২৬৯/৫ (৫০), সাইফ ১১৭, নাইম ৬, শান্ত ৩৯, ইয়াসির ৯, আফিফ ৬৮*, জাকির ৭, ইয়াসিন ১৩*; ফার্নান্দো ১০-০-৪৮-১, পেরেরা ১০-১-৪৭-২, মেন্ডিস ১০-০-৪৪-১, হাসারাঙ্গা ১০-০-৫৮-১।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭